Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩০৭

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২২, ০৬:২৫ পিএম


রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩০৭

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, বিশেষ অভিযানের ১১তম দিনে ৩০৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৬ জন রাজনৈতিক মামলায় এবং বাকিরা মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

গত ১ ডিসেম্বের থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের ধরতে এবং বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে। অভিযানে পুলিশের সঙ্গে সরকারের অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে।

টিএইচ
 

Link copied!