Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

লাইভে থাকা সাংবাদিকের বুম কেড়ে নেওয়া কনস্টেবল প্রত্যাহার

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০২:১২ পিএম


লাইভে থাকা সাংবাদিকের বুম কেড়ে নেওয়া কনস্টেবল প্রত্যাহার

লাইভ সংবাদ পরিবেশনের সময় পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছেন এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সাইদ আরমান। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এই ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগ পাওয়ার পর হেনস্তাকারী কনস্টেবল মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একথা জানানো হয়।

এ বিষয়ে হেনস্তার শিকার সাংবাদিক সাঈদ আরমান জানান, জাতীয় সংসদ এলাকায় গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে। লাইভ রিপোর্টিং করার জন্য পুলিশের সঙ্গে পরামর্শ করেই লাইভের স্থান নির্ধারণ করেছিলাম। লাইভে সংযুক্ত হওয়ার পর হঠাৎ করে ওই পুলিশ সদস্য এসে বাধা দেন। এরপর বুম কেড়ে নেন। ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান ওই সাংবাদিকের হাত থেকে বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান।

বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে।

বিষয়টি ডিএমপি কমিশনার মহোদয়কে অবহিত করা হলে তিনি কনস্টেবল শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

টিএইচ

Link copied!