Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিএনপির এমপিদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিলের সময় জানালেন ইসি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০৪:৩৮ পিএম


বিএনপির এমপিদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিলের সময় জানালেন ইসি

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার কারণে শূন্য হওয়া আসনগুলোতে তাড়াতাড়ি উপনির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার (১২ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কমিশনার মো. আলমগীর বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন  শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে। পরবর্তী প্রসিডিউর হচ্ছে আমরা সভায় বসবো। বৈঠকে বসে আমরা সিদ্ধান্ত নেবো যে, কবে নির্বাচন হবে, তার সিডিউল ঘোষণা করা হবে।’

জাতীয় নির্বাচনের আগেই ছয়জন সংসদ সদস্যের পদত্যাগ বাড়তি চাপ সৃষ্টি করছে কি না? জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘না, আমরা কোনও চাপ অনুভব করছি না। আমাদের হলো রেফারির কাজ। আমরা মাঠ প্রস্তুত রাখব, গ্যালারি প্রস্তুত রাখব। সবকিছু প্রস্তুত রাখব, প্লেয়াররা খেলতে আসবেন।’

আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তফসিল আমরা খুব তাড়াতাড়িই দেব, ইনশাআল্লাহ। যেহেতু ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার আজ ঢাকার বাইরে আছেন। আগামীকালও থাকবেন। পরশু হয়তো আসবেন। এরপর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে হয়তো আমরা বসব। মিনিমাম সময় যেটা দিতে হয় সেটি দিয়ে আমরা হয়তো তফসিল দিয়ে দেব। আমরা ৯০ দিন অপেক্ষা করবে না।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগের সমাবেশে বর্তমান সংসদে থাকা বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা দেয়। এ ঘোষণার পরদিন রোববার জাতীয় সংসদে পদত্যাগপত্র জমা দিন বিএনপির এমপিরা।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেছেন দলটির সংসদ সদস্যরা।


ইএফ

Link copied!