Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

১৭ ডিসেম্বর হেফাজতের সম্মেলন সফল করার আহবান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০৭:১১ পিএম


১৭ ডিসেম্বর হেফাজতের সম্মেলন সফল করার আহবান

আগামী শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানী গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা.।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল নয়টায় জামিয়া ইসলামিয়া মাখজানুল খিলগাঁও মাদ্রাসায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন করার লক্ষে বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

হেফাজতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, আমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) কর্তৃক ঘোষিত হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন, হেফাজতের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের দ্রুত মুক্তি, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদ, পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষার ব্যবস্থা করা এবং জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেম প্রতিনিধি রাখার দাবীতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আয়োজন করতে যাচ্ছি।

তিনি জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ১৭ ডিসেম্বর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন যথা সময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ জোরালো অবস্থান জাতীর সামনে পরিস্কার করতে হবে। আমরা তা করতে বদ্ধপরিকর।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, দপ্তর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মুফতি কামাল উদ্দীন, মাওলানা জুবায়ের, মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।


ইএফ

Link copied!