Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২২, ১১:১৪ এএম


রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর পুর্বপাড়া (পশ্চিম সানারপাড়) এলাকার ৫৪৪ নম্বর বাড়ির নিচ থেকে হালিমা খাতুন (২৫) নামে এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। একইসাথে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই নারীর দেড় বছর বয়সী ছেলে সাদমানকেও। স্থানীয়দের সাহায্যে সাদমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসলাতালে নেয়া হয়েছে।

নিহত নারীর স্বামী স্কুলশিক্ষক শাহীনের দাবি, বাড়ির পাঁচ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন তার স্ত্রী। বাড়িটিতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন তিনি।

বাড়ির মালিক তাজুল ইসলাম জানান, ওই নারীর স্বামী শাহীন সকালে তাকে ফোন করে ঘটনা জানান। 
স্থানীয়দের ধারণা, লাফ দিয়ে পড়ে আত্মহত্যা নয়, তাকে ওপর থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই নারীর পরিবারের সদস্যদেরও একই দাবি। তাদের দাবি- এটা পরিকল্পিত হত্যা।

তবে নিহত নারীর ননদ হোসনে আরা বেগম বলেন, তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। দাম্পত্য জীবনে সুখী ছিল। হঠাৎ করেই আজ তারা দেখতে পান বাসার পাশে ডোবায় পরে আছে হালিমা খাতুনের লাশ।

জানতে চাইলে ডেমরা থানার এসআই আউয়াল এখনও ঘটনাস্থলে রয়েছেন বলে জানান। লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন হাত পেলেই বিস্তারিত জানাতে পারবেন তিনি।

কেএস 

Link copied!