ডিসেম্বর ২১, ২০২২, ০২:৩১ পিএম
রাজধানীর মিরপুরে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিয়ান নামে ১৪ বছরের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। তিনি বলেন, বিস্ফোরণে আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত শনিবার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল বলে জানায় চিকিৎসক।
এর আগে গত শনিবার ভোরে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় এলাকার একটি টিনশেড বাড়িতে এসি বিস্ফোরিত হয়।এতে হাজেরা বেগম ও আরিয়ান দগ্ধ হয়েছিলেন।
পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এবি