Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জের নতুন ইউএনও ফয়সল বিন করিম

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২২, ২০২২, ০৫:২০ পিএম


কেরানীগঞ্জের নতুন ইউএনও ফয়সল বিন করিম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম কর্মস্থলে যোগ দিয়েছেন গত সোমবার (১৯ ডিসেম্বর)। যিনি এর আগে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বেক্সিমকো এসিআই ফার্মাসিটিক্যালে চাকরি জীবন শুরু করেন ফয়সল বিন করিম। পরবর্তীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়েও প্রভাষক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে প্রশাসনের ৩৪তম বিসিএস এর মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন।

ফয়সল বিন করিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

টিএইচ

Link copied!