Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৩, ২০২২, ১০:৪৫ এএম


দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

দিনের শুরুতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯ টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়। ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁবাসী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

ঘন কুয়াশায় ঢেকে থাকায় সর্বস্তরের মানুষের জনজীবন স্থবির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দিনের বেলায়ও হেডলাইটের আলোয় চলছে যানবাহন।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান- জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ চলছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এই শৈত্যপ্রবাহ আরও বেশ কিছু দিন থাকতে পারে আর তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে। তীব্র কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

টিএইচ

Link copied!