Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন

নিরাপত্তায় থাকবে ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স: র‍্যাব মহাপরিচালক

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৩, ২০২২, ১১:২৬ এএম


নিরাপত্তায় থাকবে ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স: র‍্যাব মহাপরিচালক

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে। একদিনের এই আয়োজন ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে র‍্যাব।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

তিনি জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তারপরও, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সুইপিং টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট-সহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। বাইরে থেকে যাতে অন্য মহল সুযোগ নিতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকার কথা জানান র‍্যাব মহাপরিচালক।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসার পর আধাঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এরপর শোক প্রাস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে। এবারের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর এবং লক্ষাধিক নেতা-কর্মী অংশ নেবেন।

তবে এবার বিদেশি কোনো অতিথিকে আমন্ত্রণ জানাবে না আওয়ামী লীগ। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা আমন্ত্রণ পেয়েছেন। এ ছাড়া বরাবরের মতো বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমন্ত্রণ পাবেন।

টিএইচ

Link copied!