Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৩, ২০২২, ০৭:০০ পিএম


পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

দীর্ঘ কয়েক ঘণ্টা পর পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার পদ্মা সেতুতে যানবাহনের চাপ এমনিতেই বেশি থাকে, তার মধ্যে আবার টানা তিন দিনের ছুটি। ফলে অন্যান্য দিনের তুলনায় ভোর থেকেই সেতুতে যানবাহনের চাপ অনেক বাড়ে। তবে বর্তমানে কোনো যানজট নেই।

এর আগে, ভোর থেকে জেলার লৌহজং পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

এবি

Link copied!