Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:২৩ পিএম


রাজধানীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর গাবতলী এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১২টার দিকে ওই নারীকে মৃত ঘোষণা করেন।

মৃতকে নিয়ে আসা সিএনজিচালক মো. খোরশেদ আলম জানান, স্থানীয়রা আমার সিএনজিতে উঠিয়ে দিলে আমি দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের কাছে শুনেছি ওই নারী ভবঘুরে ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এবি

Link copied!