Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঢামেকে এক কারাবন্দীর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৭, ২০২২, ০৪:৪৯ পিএম


ঢামেকে এক কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

তার নাম সৈয়দ মোসাব্বির হোসাইন (৫২)। মৃত মোসাব্বির কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবার নাম সৈয়দ আলী আজম মিয়া।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোসাব্বির।

সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী রানা আহমেদসহ কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় রাত ১টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এআই 

Link copied!