Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেবিচক চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩০, ২০২২, ০৯:০৫ পিএম


বেবিচক চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদে এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭–এর রুল ২৪ (৭) অনুযায়ী বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ৩০ ডিসেম্বর, ২০২২ থেকে ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত অর্থাৎ এক বছর বৃদ্ধি করা হলো।

১৯৮৫ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন মফিদুর রহমান। ঢাকায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি এবং চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স উইংয়ে ডাইরেক্টিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মফিদুর রহমান। ২০১৯ সালের ১৮ জুন তাকে বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে তিনি ওই পদে দায়িত্ব পালন করে আসছেন।

এবি

Link copied!