Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ১১:৩৬ এএম


রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীতে ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) ভোরে শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকার এ ঘটনা ঘটে।

ফিরোজের বাবার নাম টিপু সুলতান। চার ভাইয়ের মধ্যে ফিরোজ সবার বড়। তিনি সমাজসেবা অধিদপ্তরের আজিমপুর অফিসে হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ফিরোজ আহমেদের ভাই নূর নবী রিয়াজ বলেন, তালতলা এলাকার জাদুঘরের সামনে থেকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এবি

 

Link copied!