Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আল কায়েদার মতাদর্শী ৬ জঙ্গি পাঁচদিনের রিমান্ডে

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২, ২০২৩, ০৫:১৫ পিএম


আল কায়েদার মতাদর্শী ৬ জঙ্গি পাঁচদিনের রিমান্ডে

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) হাতে গ্রেপ্তার হওয়া জঙ্গি সংগঠন আল কায়েদা মতাদর্শী ছয় জঙ্গির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জানুয়ারি) তাদের বিরুদ্ধে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম।

আসামিরা হলেন— সৌদি প্রবাসী দলনেতা আব্দুর রব, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।

এর আগে, দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বলেন, তাদের মধ্যে আব্দুর রব সমন্বয়ক হিসেবে কাজ করতেন এবং শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠন ও জিহাদ বিষয় নিয়ে আলোচনা করতেন।

রোববার (১ জানুয়ারি) রাতে এই জঙ্গিদের কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি।

এবি

Link copied!