Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

উপনির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৭, ২০২৩, ০৭:৩৬ পিএম


উপনির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার ডাব প্রতীক পরিবর্তন করে কলার ছড়ি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সিংহ প্রতীক পরিবর্তন করে আপেল দেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ভুলবশত দুই প্রার্থীর প্রতীক সত্বন্ত্র প্রতীকগুলোর বাইরে পড়ে গিয়েছিল। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এগুলো পরিবর্তন করে দেয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

বিএনপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় অন্যান্য আসনের মতো ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিও শূন্য হয়ে যায়। এই আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন উকিল আব্দুস সাত্তার ভূইয়া। তিনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এসবি/কেএস 

Link copied!