Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ইজতেমার দ্বিতীয় দিনেও মুসুল্লিদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৩, ০৪:২৩ পিএম


ইজতেমার দ্বিতীয় দিনেও মুসুল্লিদের ভিড়

তাবলীগ জামাতের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। শীত উপেক্ষা করে টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দানে দেশ-বিদেশের লাখো মুসল্লির ঢল নেমেছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

এরই মধ্যে দেশ-বিদেশের মুসল্লিদের ঢল নেমেছে বিশ্ব ইজতেমায়। ১৬০ একরের বিশাল ময়দানের কোথাও ঠাঁই নেই। ময়দানে জায়গা না পেয়ে অনেকে মুসল্লি রাস্তা ও বিল্ডিং এর ছাদেও স্থান নিয়েছে। আগামীকাল মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে। মুসল্লিদের নিরাপত্তায় তিনশত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া মুসুল্লিদের নিরাপদে রাখতে প্রায় সাত হাজার পুলিশ সহ  নিরাপত্তাকর্মী রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভি, রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাত পরিচালনা করবেন। 
দ্বিতীয় পর্বের এই ইজতেমায় অংশ নিয়েছে ভারতের মাওলানা সাদ পন্থীরা। এবারের ইজতামার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন মাওলানা সাদের তিন ছেলে তবে তাবলীগ জামাতের বিভক্তির পর থেকে মাওলানা সাদ বাংলাদেশের ইজতেমায় সরাসরি অংশগ্রহণ করেন না।

আজ ফজরবাদ হেদায়েতি বয়ান ফিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ইজতেমা। পরে আছরবাদ বয়ান করেন দেশ ও দেশের বাইরের বিভিন্ন মুরুব্বিরা।

কেএস

Link copied!