Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাড়ি থামিয়ে ফ্লাইওভারে র‍্যাব পরিচয়ে অপহরণচেষ্টা, আটক ৩

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২১, ২০২৩, ০৭:৫৭ পিএম


গাড়ি থামিয়ে ফ্লাইওভারে র‍্যাব পরিচয়ে অপহরণচেষ্টা, আটক ৩

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে প্রাইভেটকা থামিয়ে র‌্যাব পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— মো. মুমিনুল নিজেকে র‌্যাব পরিচয় দিয়েছেন। একজন গাড়িচালক এবং অন্যজন তার আত্মীয়।

ওসি নুরে আযম মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম মামলা দায়ের করেছেন। র‍্যাব পরিচয় দেওয়া মুমিনুলের বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এর আগে, গত শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। রাত ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে। এ সময় চার ব্যক্তি নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যক্তিকে হাতকড়া পড়ায় এবং মারধর করে। এ সময় ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে একজন পথচারী এগিয়ে আসেন ও পুলিশকে ফোন দেন। এরপর চক্রটির সদস্যরা যে যেভাবে পারেন পালিয়ে যান। তবে ঘটনাস্থলের কাছেই থাকা এক পুলিশ সদস্য ও স্থানীয়রা একজনক আটক করে বনানী থানা সোপর্দ করেন।

কেএস

Link copied!