Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২২, ২০২৩, ১০:৫৮ এএম


যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

রোববার (২২ জানুয়ারি) ভোরে ধলপুর বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ছুরিকাঘাতে মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, রাস্তায় পড়ে থাকা অবস্থায় দুই অটোরিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বুক, পেট ও হাতে মোট ৩টি ছুরিকাঘাত রয়েছে।

তিনি আরও জানান, তার সঙ্গে থাকা একটি বাসের টিকিট থেকে ধারণা করা হচ্ছে- গাইবান্ধা থেকে হয়তো ঢাকায় এসেছিলেন নিহত ব্যক্তি। এরপর সায়েদাবাদ নেমে তার গন্তব্যে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কেএস 

Link copied!