Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বাস চাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

বাস চালক ও হেল্পার গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৩, ২০২৩, ১০:২৭ এএম


বাস চালক ও হেল্পার গ্রেপ্তার

রাজধানীর কুড়িলে বাস চাপা দিয়ে নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া হত্যায় অভিযুক্ত বাস চালক ও হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

আজ সোমবার সকাল আটটায় বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে এ ঘটনায় গতকাল রোববার ভাটারা থানায় একটি মামলা হয়। মামলা নম্বর ৪৬। 

২০১৮ সালের সড়ক পরিবহন আইনে তাদরে বিরুদ্ধে মামলা হয়।

মামলার আসামি ভিক্টর পরিবহন বাস গাড়ির চালক মোঃ লিটন (৩৮), পিতা মোঃ কালু মিয়া, মাতা-রওশনা  বেগম, গ্রাম ইলিশা, থানা ও জেলা ভোলা। এ/পি- আনন্দনগর সার্জেন্ট টাওয়ারের পিছনে, থানা বাড্ডা,  ঢাকা এবং উক্ত ঘাতক পরিবহনের হেল্পার আসামি মোঃ আবুল খায়ের (২২), পিতা হাসেম গরামি, মাতা শেফালী বেগম, সং- বিদুরিয়া, থানা ও জেলা- ভোলা, এ/পি- আনন্দনগর সার্জেন্ট টাওয়ারের পিছনে।

বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-৩১৯০) জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

Link copied!