Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাতিরঝিলে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৬, ২০২৩, ১০:২৭ এএম


হাতিরঝিলে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে নিহতের নাম মো. ইশরাক হোসেন (৩৫)।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১টার দিকে হাতিরঝিলে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ইশরাক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান জব্বার নামে এক পথচারী।

জব্বার সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল থেকে নিয়ে আসা এক যুবককে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

এবি

Link copied!