Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ২

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২, ২০২৩, ১১:৪০ এএম


রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ২

রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন সাঈদনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা।

এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এবি

Link copied!