Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঢাকা মেডিকেলে আগুন: বের হতে গিয়ে রোগীর মৃত্যু 

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:১৩ পিএম


ঢাকা মেডিকেলে আগুন: বের হতে গিয়ে রোগীর মৃত্যু 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের শত শত রোগীরা আতঙ্কে নিচে নেমে আসেন। এ সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। 

জানা যায়, জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দি এলাকায়। তিনি হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।

রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালে নতুন ভবনের চতুর্থ তলায় ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভেতরে রোগীদের ডায়ালাইসিসও চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার জানান, শনিবার (৪ জানুয়ারি) রাতে নিউমোনিয়াজনিত রোগে তার বাবাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়।

তিনি জানান, আজ অগ্নিকাণ্ডের সময় তার বাবাকে সিঁড়ি দিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে হুড়োহুড়ি করে নিচে নামাচ্ছিলেন তার বোন জামাই রাকিব। এ সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আমার সংবাদকে সত্যতা নিশ্চিত করেছেন।

কেএস 
 

Link copied!