Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১২:০৫ এএম


রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক

রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সেলিম (১৮) নামে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে ভবন থেকে নিচে পড়ে যান ওই শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক রাত ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত সেলিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. তারা মিয়া জানান, ফায়দাবাদ এলাকায় ৯ তলা একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। গত এক বছর যাবত সেলিম ভবনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন। বিকেলে ভবনটির ছয় তালার বাহির পাশে মাচান বেঁধে দেয়াল প্লাস্টারের কাজ করা হচ্ছিল। তখন মাচান ছিঁড়ে সেলিম ও আমিনুল (৩৫) নামে দুই শ্রমিক নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আমিনুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেলিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন।

Link copied!