Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান 

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:২২ পিএম


অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান 

অবৈধভাবে গ্যাস সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস টিকাটুলি জোন পরিচালিত এই অভিযানে মাতুয়াইল এলাকার বেশ কয়েকটি বাসাবাড়ি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

তিতাস গ্যাসের টিকাটুলি জেনের উপমহাব্যবস্থাপক মনিরুল ইসলাম আমার সংবাদকে বলেন, আমরা কয়েকটি বাসা ও কারখানায় অভিযান পরিচালনা করেছি। ৫৬, মাতুয়াইল খলিল মাস্টার মসজিদ রোডের ‘মায়ের আচল ওয়াশিং’ নামে এই কারখানায় গত ১৪ নভেম্বর জারিমানা করা হয়। পরে তারা আবারো তারা লাইন সংযোগ দেয়। আজ পুনরায় সংযোগ বিচ্ছিন্ন করা হলো।

কারা সংযোগ দিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকে আমারও খুঁজছি। আপনারা অবৈধ সংযোগ প্রদানকারীদের তথ্য আমাদেরকে দিন। আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। ইতোমধ্যে কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসবে।

স্থানীয়রা বলছেন, তিতাসের কর্মকর্তার এসব অবৈধ সংযোগের সঙ্গে জড়িত। এমন অভিযোগ খণ্ডন করে তিতাসের শিল্প ও বাণিজ্য জোন-২ এর ব্যবস্থাপক প্রকৌশল মশিউর রহমান বলেন, তিতাসের কর্মকর্তারা এখন আর এভাবে জড়িত হওয়ার সুযোগ নেই। ইতোপূর্বে যারা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে এদের বেশ কিছু কর্মচারি ছাঁটাই করা হয়েছে।

এআরএস

Link copied!