Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গুলশানের আগুনে প্রাণ গেলো একজনের

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:২৩ পিএম


গুলশানের আগুনে প্রাণ গেলো একজনের

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন এখনো নেভেনি। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে।

 

এ খবর লেখা পর্যন্ত (রাত ১০টা ২৫ মিনিট) ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে বিমান ও নৌ বাহিনীর দল।

 

Link copied!