Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৭:৩০ পিএম


মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেন (৫০)সহ চক্রের ০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

গত রাত ২ঃ৩০মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে র‌্যাব ৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

শনিবার (২৫) ফেব্রুয়ারি বিকেলে র‍্যাব-৩ টিকাটুলি থেকে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া স্টাফ অফিসার ফারজানা হক।

র‍্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজাধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ আনোয়ার হোসেন (৫০) খেয়া ছেহারুন নেছা (২৯) মোঃ সোহেল (২৮)মোঃ জাহিদুল ইসলাম কালাম(৩০) দেরকে গ্রেপ্তার করি।

র‍্যাব-৩ অধিনায়ক আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে।

তিনি জানান, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বর্তমানে  আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবি

Link copied!