Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা: ১ শ্রমিকের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১০:৫৯ এএম


যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা: ১ শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মনির সরদার (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।

তিনি বলেন, ভোরে কোনাপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির নিচে চাপা পড়েন মনির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনাপাড়ার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন তিনি।

সাব্বির হোসেন বলেন, ভোরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। গাড়িটির সনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই বলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আন্দারচর গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে মনির। তিনি কোনাপাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

এবি

 

Link copied!