Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে জনসভা মঞ্চে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৩:৫০ পিএম


কিশোরগঞ্জে জনসভা মঞ্চে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে ঘিরে ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সমাবেশে ভাষণ দিচ্ছেন তিনি। এর আগে একই দিন সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে প্রধানমন্ত্রী মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যান। এ সময় সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেল ৩টায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তিনি। পরে বিকেল ৩টা ৩৫ মিনিটে সমাবেশে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে এসেছেন।

কেএস 

Link copied!