Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে পিকআপের ধাক্কায় নিহত ২

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৩, ২০২৩, ১১:৪৯ এএম


রাজধানীতে পিকআপের ধাক্কায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৩ মার্চ) সকাল ৬টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সিএনজিচালক আকবর হোসেন (৪০) ও পথচারী হাসান (৩৭)।

যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক সিএনজি অটোরিকশা চালক, পথচারী ও পুলিশ কর্মকর্তাদের ওপর একটি পিকআপ ভ্যান উঠে যায়। এতে পুলিশ কর্মকর্তা এসআই আজহারুল ও এসআই বাশার ছাড়াও সিএনজিচালক আকবর, পথচারী হাসান ও সোহেল আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পথচারী হাসান।

তিনি আরও জানান, মরদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই চালক ও হেলপারসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এআরএস

Link copied!