Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সায়েন্সল্যাবে তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৫, ২০২৩, ০৩:২৯ পিএম


সায়েন্সল্যাবে তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার (৫ মার্চ) দুপুর একটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানিয়েছেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ঘে জড়িয়ে পড়ে। এর আগে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর থেকে ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রিন রোড) হয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে সংঘর্ষ বেঁধেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে আইডিয়াল স্কুলের বাসে ঢিল মারাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মারামারি হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছে। ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এআরএস

Link copied!