Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নোটিশ বোর্ড দিয়েও রোগীদের আত্মীয়-স্বজনদের গণউপদ্রব চালাতো দালাল চক্র

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৭, ২০২৩, ০৭:৫৩ পিএম


নোটিশ বোর্ড দিয়েও রোগীদের আত্মীয়-স্বজনদের গণউপদ্রব চালাতো দালাল চক্র
  • নোটিশ বোর্ড, মাইকিং, সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েও কাজ হতো না

সরকারি বিভিন্ন হসপিটালে দালালদের উপদ্রবে অতিষ্ট রোগী ও তাদের সাথে থাকা আত্মীয় স্বজনরা। এমনকি হসপিটাল কতৃপক্ষের নোটিশ বোর্ড, সতর্কীকরণ বিজ্ঞপ্তি এমনকি মাইকিংও মানেন না এ দালাল চক্র। এর সূত্র ধরে দালাল চক্রের ৯ জন গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ও পঙ্গু হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। র‍্যাব-২ বসিলা মোহাম্মদপুর থেকে এ তথ্য জানান সিনিয়র এএসপি মোঃ ফজলুল হক।

তিনি জানান, এ দালাল চক্রটি হসপিটালগুলোতে দ্রুত ও ভাল সেবা প্রদান করার আশ্বাস দিয়ে রোগীর সাথে থাকা আত্মীয়-স্বজনদের হয়রানি করে থাকে।

তিনি আরও জানান, এসব দালালরা অল্প সময়ে ডাক্তারী সেবা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আবার কখনো কখনো অনেক হয়রানির পর সেবা প্রদান কর থাকে।

সিনিয়র এএসপি ফজলুল হক জানান, এমনকি তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, হসপিটাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নোটিশ বোর্ড এবং মাইকিং প্রচারিত হওয়ার পরও তারা গণউপদ্রব চালাতে থাকে।

তিনি জানান, এসব পদক্ষেপ গ্রহণের পরেও কাজ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসানের পরিচালনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এবং পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Link copied!