Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দক্ষিণখানে ড্রেনেজ কার্যক্রমের উদ্বোধন

দক্ষিণখান ( উত্তরা)  প্রতিনিধি :

দক্ষিণখান ( উত্তরা) প্রতিনিধি :

মার্চ ৯, ২০২৩, ০৬:২৯ পিএম


দক্ষিণখানে ড্রেনেজ কার্যক্রমের উদ্বোধন

দক্ষিনখানের আজমপুর রেলগেট থেকে শাহ্ কবির মাজার রোড হয়ে তের মুখ পর্যন্ত ৬ ফিট ডায়া পাইপ দিয়ে সুয়ারেজ ড্রেন লাইনের রাস্তার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়, এতে উপস্থিত ছিলেন, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ডি এম শামীম,৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া,৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিন ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই কাজটি সেনাবাহিনীর  সহযোগিতা আজমপুর রেলগেট থেকে শাহ কবির মাজার রোড হয়ে তের মুখ পর্যন্ত ৬ ফিট ডায়া পাইপ দিয়ে সুয়ারেজ ড্রেন লাইন করা হবে।

এরপর আরো একটি রাস্তা মোল্লারটেক উদয়ন স্কুল রোড হয়ে ফরিদ মার্কেট ও হাজী জনাব আলী সুপার মার্কেট পর্যন্ত ৫০০ মিটার  রাস্তা,২১ ফিট হবে এবং ৬ ফিট ডায়া পাইপ দিয়ে সুয়ারেজ  ড্রেন লাইন করা হবে।

আরএস
 

Link copied!