Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

রমজানকে সামনে রেখে ভোক্তার বিশেষ অভিযান

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১২, ২০২৩, ০৫:৩৪ পিএম


রমজানকে সামনে রেখে ভোক্তার বিশেষ অভিযান

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করতে আজ রোববার রাজধানীর মিরপুর ১ নম্বরের শাহালী মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

অভিযানে রমজান মাসের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি রাখা হচ্ছে কিনা তা দেখা হয়। তাছাড়া প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা তাও দেখা হয়। মুরগির দোকানগুলোতেও অভিযান চালানো হয়।

অভিযান শেষে ভোক্তার কর্মকর্তা মাগফুর রহমান বলেন, বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করতে এটি আমাদের নিয়মিত অভিযান। আমরা চাই ক্রেতা ও বিক্রেতে উভয়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। রমজান মাসকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। ভোক্তাদের শান্তি দিতে এ অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি রমজান মাসকে সামনে রেখে একসঙ্গে অতিরিক্ত পণ্য কিনে বাজারে সংকট না করতে ক্রেতাদের প্রতি আহবান জানান ভোক্তার এই কর্মকর্তা। 

এ সময় ৩টি দোকানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এআেএস

Link copied!