Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৩, ২০২৩, ১১:১৭ এএম


রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়া সুলতান আহমেদ জানান, মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় শাহাবুদ্দিন আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এবি

Link copied!