মার্চ ১৯, ২০২৩, ০৯:১৩ পিএম
সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করে ৭২ জন বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ অনুসারে রোববার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।
এর মধ্যে তিন বিচারককে নির্ধারিত তারিখে এবং অন্যদের ২২ মার্চের মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এআরএস