Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবি মহাপরিচালকের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৩, ০৭:৫০ পিএম


গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবি মহাপরিচালকের ইফতার বিতরণ

গরীব ও দুস্থ মানুষের মাঝে ইফতারী বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। 

রোববার (২ এপ্রিল) বিকেলে বিজিবি’র সদর ব্যাটালিয়নের উদ্যোগে ঢাকার হাজারীবাগে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৮ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারী বিতরণ করেন তিনি। এসময় বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারী বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও  কৃচ্ছ্বসাধনের  পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি বাদ দিয়েছেন এবং একইসাথে গরীব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই কৃচ্ছসাধন নীতির সাথে একাত্মতা ঘোষণা করে বর্ডার গার্ড বাংলাদেশও পিলখানায় ইফতার পার্টি বাতিল করে পুরো রমজান মাসব্যাপী সারাদেশে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতারী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। 

গত ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে সারাদেশে ১০টি শহরে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতারী বিতরণের মাধ্যমে বিজিবি’র এই মহতী কার্যক্রম শুরু হয়। বিজিবি সারাদেশে ৫টি রিজিয়ন, ১৬টি সেক্টর এবং ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে পুরো রমজান মাস ধরে দেশের সীমান্ত এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে ইফতারী বিতরণ করে যাচ্ছে। 

বিজিবি‍‍`র উদ্যোগে এ পর্যন্ত ১০ হাজারের অধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বাহিনীর পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের সাথে ইফতারীর এই আনন্দ ভাগাভাগি পুরো রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরএস

Link copied!