Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকাস্থ ভোলা জেলা শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপ শিখা’র ইফতার ও পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২৩, ০৯:০৪ পিএম


ঢাকাস্থ ভোলা জেলা শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপ শিখা’র  ইফতার ও পুনর্মিলনী

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর ভর্তাবাড়ি রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন।

ইফতার মাহফিল ও পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথিরা দ্বীপ শিখার নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং রাজধানীতে থেকেও নিজের জেলাকে আকড়ে ধরার এ প্রয়াসেকে সাধুবাদ জানায়।তারা নতুন কমিটিকে সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান।ইফতারের আগে সারা বিশ্বের মুসলিমদের কল্যানে দোয়া করা হয়।

দ্বীপ শিখার সভাপতি আল ইমরান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়ার ইমাদউদ্দিন নাফিজের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ঢাকা আলিয়া ছাত্রলীগ নেতা আজিজুল হক জুবায়ের, ছাত্রনেতা মুরাদ হোসাইন, ঢাকা আলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের খান,সাধারণ সম্পাদক জুনায়েদ খান, ছাত্রলীগ নেতা আবু রায়হান, মেহেদি মৃধা,ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব মোরতাজা, দ্বীপ শিখার সহ-সভাপতি মো. জাবের হোসেন, এম এইচ তানভির, ইয়ামিন হাসান, মাহাদী হাসান, হেমায়েত উদ্দিন হিমু, রাশেদুল ইসলাম রাসেল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাইম, মো.মামুন, মো.হাসনাইন, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ ইবনে মুসা, মো.মিরাজ, অর্থ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর বিষয়ক সম্পাদক মো. রিফাত, প্রচার সম্পাদক মেহেদি হাসান, রক্তদান বিষয়ক সম্পাদক মো. আবির হোসাইন আদিব, ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক মো. তালহা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাহদী হাসান ও ক্রিয়া বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামসহ ঢাকা কলেজ,কবি নজরুল কলেজ, সহকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভোলা জেলা ছাত্র কল্যান পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস

 

Link copied!