Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছিন্নমূল শিশুদের পাশে ‘পথ মানব কল্যাণ ফাউন্ডেশন’

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৭, ২০২৩, ০৭:১৮ পিএম


ছিন্নমূল শিশুদের পাশে ‘পথ মানব কল্যাণ ফাউন্ডেশন’

ঢাকা শহরের ছিন্নমূল পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘পথ মানব কল্যাণ ফাউন্ডেশন’।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে  কমলাপুর রেলস্টেশনে ফাউন্ডেশনের কর্মীরা পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি একসঙ্গে ইফতার করেন।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বিপুল ভবিষ্যতে পথশিশুদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী সচিব মো. জাহাঙ্গীর হোসেন, ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা সাম্য,  প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম শিহাব প্রমুখ।

এআরএস

Link copied!