Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা দুদিন পর

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৮, ২০২৩, ০৪:২৬ পিএম


রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা দুদিন পর

দেশজুড়ে বইছে স্মরণকালের রেকর্ড তাপপ্রবাহ। অসহ্য গরমে নাকাল রাজধানীসহ গোটা দেশ। বৃষ্টির জন্য জেলায় জেলায় চলছে বিশেষ নামাজ ও প্রার্থনা। এরইমধ্যে গতকাল সিলেটে দেখা মিলে প্রশান্তির বৃষ্টি। তবে রাজধানীতে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলতে পারে আরও দুদিন পর। আগামী শুক্রবার ও শনিবার ঢাকায় সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও গরম তেমন একটা কমার সম্ভাবনা নেই।    

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে সামান্য।

দেশে ৭ই এপ্রিল থেকে বৃষ্টি নেই। তবে গতকাল সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকায় বৃষ্টি হতে আরও অন্তত দুদিন অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা ও এর আশপাশ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি।

আরএস

Link copied!