Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

মে ১৩, ২০২৩, ০৫:১৬ পিএম


রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা- গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতের নাম শাকের আহম্মদ। এসময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা- গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের পাশে অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদক ইয়াবাসহ শাকেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃত শাকের আহম্মদ কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

আরএস

Link copied!