Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

মে ২৩, ২০২৩, ০৪:২১ পিএম


কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী

দোহায় তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টার দিকে ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগে গতকাল বাংলাদেশ সময় সোমবার রাত ৯টায় কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। এ ছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এইচআর

Link copied!