Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যাত্রাবাড়ীতে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

মে ২৯, ২০২৩, ০৩:২০ পিএম


যাত্রাবাড়ীতে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেপ্তারকৃতদের নাম মো: আব্দুল আলিম ও মো: নাছির উদ্দিন। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, রোববার বিকেলে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর জোনাল টিম। তাদেরকে গ্রেপ্তারের পর আটককৃত পিকআপটি তল্লাশী করে গাড়ির পিছনের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি করা চেম্বারে লুকানো অবস্থায় উল্লেখিত গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা।

গোয়েন্দা এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে ঢাকায় এনে বিক্রি করতো। ঘটনার দিন তারা পিকআপে করে গাঁজা নিয়ে বিক্রির জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিলো।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

আরএস

Link copied!