Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সৌদিতে ৭৯ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৭ জনের

মো. মাসুম বিল্লাহ

জুন ১৪, ২০২৩, ১১:০১ এএম


সৌদিতে ৭৯ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৭ জনের

এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ৯ হাজার ৩৮৬ জন।

আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন। রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে তিন নারীও রয়েছেন।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৪তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ১৯ হাজার ৩৫৭ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ১৫ হাজার চারটি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে।

চলতি বছর ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

এইচআর

 

Link copied!