Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডেমরায় ক্রেন দুর্ঘটনায় নিহত ৪

মো. মাসুম বিল্লাহ

জুন ২৪, ২০২৩, ০৩:৫০ পিএম


ডেমরায় ক্রেন দুর্ঘটনায় নিহত ৪

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের ক্রেনের তার ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মারা যান তিন শ্রমিক। গুরতর আহত ১ শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— জাফর মিয়া (৫০), মিজান মিয়া (৩২) ও মোস্তফা (৪০)। হাসপাতালে নেওয়ার পর যার মৃত্যু হয়েছে তার নাম জানা যায়নি।

শনিবার (২৪ জুন) দুপুরে ডেমরার সানারপাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফারুক মোল্লাহ বলেন, আজ দুপুরে কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে নিচে পড়ে যান। এ সময় জাফর মিয়া, মিজান মিয়া ও মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। শুনেছি আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।

এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তদন্ত।

আরএস

Link copied!