Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার

মো. মাসুম বিল্লাহ

জুন ২৯, ২০২৩, ০৬:৪৮ এএম


কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার

পবিত্র ঈদুল আজহায় রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান, বনানী ও বারিধারায় কড়া নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ।

বুধবার গুলশান-২ নম্বরে কূটনৈতিক এলাকার সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিদেশি নাগরিকরা যাতে এই ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেইসব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন- সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র‌্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে বলেও জানান তিনি।

ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না জানতে চাইলে, সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সবসময় সতর্ক আছি।

মোসতাক আহমেদ বলেন, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্যসময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সাইবার মনিটরিং টিমও কাজ করছে।

এইচআর

Link copied!