Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১, ২০২৩, ১১:৪৮ এএম


রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

রাজধানীর ফার্মগেট মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।

আরএস

Link copied!