Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

১০ মাস ধরে নিখোঁজ আহনাফের সন্ধান চায় পরিবার

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১০, ২০২৩, ০৭:২৮ পিএম


১০ মাস ধরে নিখোঁজ আহনাফের সন্ধান চায় পরিবার

রাজধানীর মিরপুর থেকে স্কুলছাত্র মো. আহনাফ রহমান নিখোঁজ হওয়ার ১০ মাস পেরিয়ে গেছে। আজ সোমবার তার খোঁজ চেয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দাঁড়ান মা-বাবাসহ পরিবার–স্বজন ও বন্ধুরা। 

মানবন্ধনে আহনাফের মা আঞ্জুমান আরা বেগম বলেন, প্রতি রাতে আমার আহনাফের জন্য অপেক্ষায় থাকি।  আমার সন্তানকে বুকে ফিরিয়ে দিন, ১০ মাস আমি ঘুমাতে পারি না।

পরিবার বলছে, গত বছর ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে আহনাফ চা খাওয়ার জন্য বাসা থেকে বের হয়। মুঠোফোনটি বাসায় রেখে যায়। এরপর আর ফেরেনি সে। ওই দিন সন্ধ্যা থেকে সারা রাত সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন ১ সেপ্টেম্বর দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মা আঞ্জুমান আরা বেগম।

মানববন্ধনে আঞ্জুমান আরা বলেন, তিনি চান আসামিদের যেন কোনোভাবে জামিন না হয়। ছেলেকে না পাওয়া পর্যন্ত যেন আসামিরা জেলহাজতে থাকে।

আহনাফ নিখোঁজ হওয়ার ঘটনায় করা মামলায় সম্প্রতি আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আহনাফের বাবা আতাউর রহমান বলেন, তিনি দ্রুত ছেলের সন্ধান চান। তাঁর বিশ্বাস, ছেলে এখনো বেঁচে আছে। তাকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় হয়তো কোথাও রাখা হয়েছে।

প্রধান আসামিকে রিমান্ডে নেওয়া হয়নি এমন অভিযোগ করে মা আঞ্জুমান আরা বলেন, ‘সুষ্ঠু তদন্ত করা হলে আশা করি ছেলেকে ফিরে পাব।’
মানববন্ধনে অংশ নেওয়া আহনাফের বাবার বন্ধু মহব্বত আলী বলেন, আহনাফ দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। মেধাবী ও অমায়িক ছেলে হিসেবে এলাকায় তার সুনাম আছে।

মানববন্ধনে অংশ নেওয়া সমাজকর্মী পারভিন আরা পপি মনে করেন, পুলিশ তৎপর হলে আহনাফকে উদ্ধার করা সম্ভব। তিনি অভিযোগ করে বলেন, পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে, আসামিরা নানাভাবে হুমকি দিচ্ছে।

আরএস

Link copied!