Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২০, ২০২৩, ১১:৫২ এএম


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭৬১ পিস ইয়াবা, ১০ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ৩৯ গ্রাম ৩৫৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!