Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আগামীকাল গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২, ২০২৩, ০৩:২৭ পিএম


আগামীকাল গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, রাজধানী ঢাকার কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল (৩ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদীয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পার্শ্ব, হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এআরএস

Link copied!